আর কারে তুই ভরসা করিস


ঝুলছে দুপুর
ঝুলছে দুপুর চার দেয়ালে, ঝুলছে দুপুর মনে
উড়ন্ত মেঘ থমকে তাকায় হঠাৎ তারার বনে।

দুরন্ত রোদ উড়ছে এখন
কারও কি মন পুড়ছে ভীষণ
কেউ কি আবার জ্বলছে প্রেমে কোথাও সংগোপনে?

যায় পুড়ে যায় স্মৃতির নদী সাগর ভুলে যায়
হাওয়ায় হাওয়ায় ভাসলো কি চাঁদ মোমের জোছনায়?

গাছের পাতায় স্বপ্ন দেখে
প্রজাপতি কী দেয় এঁকে
কী উড়ে যায়, কী রেখে যায় কারা সযতনে?

চিনতে যদি মনের বাউল
চিনতে যদি মনের বাউল কাঁদতে কি আর করুণ সুরে
একতারাটা বলতো কি আর চলো রে মন অচিনপুরে?

রাখলি না তুই পথের খবর
পথ হলো তোর শশ্মান-কবর
ওই তুই অন্ধ বলে মরলি শুধু বিরান মাঠে ঘুরে ঘুরে।

আজ যারে তুই হানলি হেলা কাল সে হবে কান্নারে তোর
কেঁদে কেঁদে বুক ভাসাবি, রাতের শেষে আসবে না ভোর।

তাই বলি শোন, ওরে পাগল
ভেঙে দে তোর সকল আগল
সেই পথে চল, যে পথ গেছে মায়া ভুলে অনেক দূরে।

আর কারে তুই ভরসা করিস
আর কারে তুই ভরসা করিস ওরে আমার মন
সবাই তোকে পর করেছে নেই তো আপন জন।

তোর আছে আজ শূন্য আকাশ, ধূ-ধূ তেপান্তর
ও তুই অনাথ বলে ঘর পেলি না, রইলি যাযাবর।
দুঃখরে তুই সঙ্গী করিস, কান্নারে তোর ধন।

সুরের নেশায় ডুবলি বলে ঘর হলো তোর পর
পথে পথে ঘুরলিরে তুই কাঁদলি জনম ভর।

মনের মানুষ পর হলো তোর, খবর পেলি নারে
আর কি তারে খুঁজে পাবি, এই ভবসংসারে?
যে গেছে সে পর হয়েছে, ভুলেছে দিন ক্ষণ।