সোনালি কাবিনের কবি আল মাহমুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসন্ধ্যা ও কবিতা পাঠের আয়োজন করেছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ১৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবি আল মাহমুদের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়। আল মাহমুদ স্মরণসন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন কবি নুরুন্নাহার মুন্নি।
একাডেমির পরিচালক কবি দুখাই মুহাম্মাদের সভাপতিত্বে ও রিমি মজুমদারের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট হাওয়াইয়ান গিটারশিল্পী দিলীপ কুমার ঘোষ।
আল মাহমুদকে নিয়ে কবিতা পাঠসহ বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রাবণী মীম, জয়ন্তী ভৌমিক, আছিয়া আক্তার মিথিলা, ওমর ফারুক প্রিন্স, মোহাম্মদ ইউসুফ, মো. বিল্লাল, আল আমিন সানি, নাজমুল ইসলাম ও বেলাল মাহমুদ জাবেদ প্রমুখ।
অনুষ্ঠানের পর্যায়ে নিয়মিত আয়োজন বই উপহার কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, চর্যাপদ সাহিত্য একাডেমি প্রতিষ্ঠার পর থেকে বছরে দুইবার কবি ও সাহিত্যিকদের পুরস্কার দিয়ে আসছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়। গত দেড় বছরে প্রায় তিন হাজারের মতো বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। বই উপহারের পাশাপাশি বিভিন্ন সময় দেশবরেণ্য কবি-সাহিত্যিকদের ওপর আলোচনাসভারও আয়োজন করা হয়।