বিশিষ্ট নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম উপন্যাস ‘বাতাস কলের সিম্ফনি’ আসছে (২০২১) বইমেলায়।
মাসুদ হাসান উজ্জ্বল বলেন, আমাদের অস্তিত্ব সংকট, বঞ্চনা আর প্রতিশোধের গল্প হলো আমার উপন্যাসের উপজীব্য। উপন্যাসটি মেটাফোরিক ধাঁচে লেখা। এর প্রচ্ছদও আমি করেছি।
উপন্যাসটি প্রকাশ করবে কিংবদন্তী পাবলিকেশন।
উল্লেখ্য, উপন্যাস প্রথম হলেও এর আগে মাসুদ হাসান উজ্জ্বলের কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০১২ সালের বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘অর্ধেক কথা, অর্ধেক একা’।
প্রসঙ্গত, ঊনপঞ্চাশ বাতাস সিনেমায় গল্পকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, গীতিকার, সুরকার, আর্ট ডিজাইনার, পরিচালক ও প্রযোজক হিসেবে ছিলেন মাসুদ হাসান উজ্জ্বল।
টিভি নাটকের দাপুটে নির্মাতা, গল্পকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ছায়াফেরী, যে জীবন ফড়িংয়ের, থতমত এই শহরে, অর্থহীন মানিপ্ল্যান্ট, কালো বরফ জমাট অন্ধকার, ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ, অক্ষয় কোম্পানির জুতা নাটকগুলো দেখে দর্শকরা মুগ্ধ হয়ে