আন্তর্জাতিক খ্যাত সাহিত্য মাগ্যাজিন প্যারিস রিভিউয়ের নতুন সম্পাদক হিসেবে কাজ করছেন আমেরিকান গল্পকার, লেখক, সম্পাদক ও চিত্রশিল্পী এমিলি নেমেন্স।
২০১৮ সালের ৫ এপ্রিল তাকে নিয়োগপত্র দেয় প্যারিস রিভিউ ম্যাগাজিন বোর্ড। একই বছরের পয়লা জুন থেকে তিনি নতুন এ চাকরিতে কাজ শুরু করেন।
এমিলি নেমেন্স ২০১৩ সাল থেকে দ্য সাউদার্ন রিসার্চের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আমেরিকান সাহিত্যঙ্গনে তিনি অত্যন্ত পরিচিতি মুখ এবং জনপ্রিয় সাহিত্য ব্যক্তিত্ব।
প্রসঙ্গত, যৌন হয়রানির অভিযোগে ২০১৭ সালের ৬ ডিসেম্বর প্যারিস রিভিউয়ের সম্পাদক লরিন স্টেইন পদত্যাগ করেন। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পত্রিকা প্যারিস রিভিউ। এই ম্যাগাজিন ১৯৫৩ সালে আত্মপ্রকাশ করে। দীর্ঘ পঞ্চাশ বছর এর সম্পাদনা করেছেন জর্জ প্লিমটন। ২০১০ সালে এই ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন লরিন স্টেইন। তিনি ম্যাগাজিনের ইতিহাসে চতুর্থ সম্পাদক ছিলেন।