কথাসাহিত্যিক ঝর্না রহমান বলেছেন, কোনো লেখক পুরস্কারের জন্য নয়, নিজের ভেতরের তাড়না ও বোধ থেকে দেশ ও মানুষের জন্য লেখেন।
তিনি বলেন, ‘তবে পুরস্কার অবশ্যই অনুপ্রেরণা জোগায়।’
ভাষাশহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ঝর্না রহমান বলেন, তাঁদের জন্যই বাংলা ভাষায় লিখতে পারছি, এই মাটিতে কর্মময় পদক্ষেপ রাখতে পারছি।
মঙ্গলবার (১৬ মার্চ ২০২১) রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৭’অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লেখক ও নির্মাতা ফরিদুর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্যিক মোজাফ্ফর হোসেন।
অনুষ্ঠানে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ঝর্না রহমান বাস্তববাদী লেখা লেখেন। নিম্নবর্গের মানুষকে নিয়ে তাঁর লেখায় গভীর সমবেদনা আছে। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে যা দেখেছেন, তা নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে লিখেছেন। তাঁর গল্প-উপন্যাসে কোনো সাজানো চরিত্র নেই, সব জীবনঘনিষ্ঠ।
উল্লেখ্য, বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৭’ পেয়েছেন কথাসাহিত্যিক ঝর্না রহমান। তিনি একাধারে ঔপন্যাসিক, গল্পকার, কবি, প্রাবন্ধিক, সম্পাদক ও সাহিত্যসংগঠক। জন্ম ১৯৫৯ সালে। গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ, নাটক, কবিতা, ছড়া, ভ্রমণ, শিশুসাহিত্য, সংগীত- সবক্ষেত্রেই তার কমবেশি বিচরণ। এ পর্যন্ত তাঁর ৬০টির মতো বই প্রকাশিত হয়েছে ।