ব্যবচ্ছেদ ॥ সুপ্তশ্রী সোম


ব্যবচ্ছেদ

বহুদিন চৌকাঠ না পেরোনো স্মৃতিরা
দরজা খোলা পেয়েও উড়ে যেতে পারে না
ওরা উড়তে ভুলে গেছে।
ঘাটের পাথরে যে নাম লেখা হয়েছিল পরম আশ্লেষে
পিচ্ছিল শ্যাওলায় ঢেকে গেছে আজ।
একটি অথবা দুটি স্মৃতি এখনো চায়ের টেবিল ছেড়ে উঠতে পারেনি।
পুরোনো সময়ের ভুল ওদের পায়ে শিকল পরিয়েছে-
আজ এই জ্যোৎস্না রাতে, চকিত চুম্বন ভেবে শিহরিত হলে ধাক্কা দেয় হাওয়া।
বলে, এই যা দেখছ ধূসর জ্যোৎস্নায় সব অলীক বুদবুদ।
কোনো ওষ্ঠ ও অধর নেই, কোনো চিবুক নেই, তৃষ্ণা নেই
শুধু এক মন ,গভীর গোপন হয়ে আছে
পারিজাত পুষ্পেরই মতন সে স্বর্গের ফুল।

আমি স্মৃতি হাতড়াই বর্ণময় আজ কে বন্দি রেখেছি অতীতের কাছে।
স্মৃতিকেই দেখি শুধু স্মৃতি নিয়ে নাড়াচাড়া করি
বর্তমান ঘণ্টা মিনিট নিয়ে অপার ঘুমোয় নদীটির বুকে।