শ্বাপদ আমার লেখা প্রথম থ্রিলার উপন্যাস। এটি আমার প্রকাশিত প্রথম বই। বইটি হাতে পাওয়া আমার জন্যে অনেকটা স্বপ্নের মতো ছিল।
মূলত আম্মুর উৎসাহেই উপন্যাসটি প্রকাশ করতে আগ্রহী হই। তারপর আসে শান্ত দাদার কথা। তার সাহায্য না পেলে এসবের কিছুই সম্ভব হতো না৷
এরপর বলতে চাই আমার সে সকল বন্ধু-বান্ধবদের কথা, যারা কলেজে থাকাকালীন সময়ে আমার প্রথম পাণ্ডুলিপিটি পড়েছিল। তারা গল্পটি খুব পছন্দ করে বলেই এটি আমি বই আকারে প্রকাশ করার কথা ভাবি।
তাছাড়া আমার সে সকল বন্ধুদল এবং আত্মীয়স্বজন, যারা পুরোটা সময়জুড়ে টাইপিং কিংবা অন্যান্য বিষয়ে আমাকে সাহায্য করে গেছে, উৎসাহ দিয়ে গেছে, সবার ভালোবাসার প্রতিফলন হিসেবেই অবশেষে এ বইটি আজ পাঠকদের হাতে পৌঁছাতে পেরেছে৷ সবাইকে ধন্যবাদ৷
আমার প্রথম বইটি আমি উৎসর্গ করতে চাই আমার নানাভাইকে (একজন বীর মুক্তিযোদ্ধা)। যাকে আমি ভাইয়া বলে ডাকতাম৷ আমার লেখালেখির হাতেখড়ি মূলত তারই আগ্রহে হয়েছিল।
এবার বইটির ব্যাপারে কিছু বলা যাক৷ শ্বাপদ- হচ্ছে এমন একটি থ্রিলার উপন্যাস, যেখানে আছে সম্পূর্ণ থ্রিলারের স্বাদ। একের পর এক ক্রাইম, একের পর এক টুইস্ট এবং গল্পের মূল চরিত্রটি উপন্যাসের পুরোটাজুড়েই পাঠকদের উত্তেজনা কেবল বাড়িয়েই চলবে।
গল্পের শুরু থেকে শেষটা না জেনে বইটি আপনি কিছুতেই রাখতে পারবেন না৷
আমার বিশ্বাস, থ্রিলার প্রেমীদের বইটি সত্যিই ভালো লাগবে৷ কেননা আমি নিজেও একজন থ্রিলারপ্রেমী৷
শ্বাপদ বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। এ বইটির মাধ্যমেই সাহিত্যজীবনে আমার যাত্রা শুরু হলো৷ লেখালেখির জগতে আমি নিতান্তই একজন নতুন পথিক৷ পাঠকদের ভালোবাসাই পারে আমাকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে।
শ্বাপদ
ধরণ: থ্রিলার উপন্যাস
লেখক: রুবাইয়াৎ ইয়ানা
প্রকাশনী: ঘাসফুল
দাম: ২৫০টাকা