অন্তত দু মিনিট
দু মিনিট চুপ থাকো, প্লিজ…
বিবাদ আর ক্রোধোন্মত্ত ক্ষণের
ভেতর থেকে
বহু কষ্টে
ছিনিয়ে এনেছি-
নিরব ধ্যানে স্থিরতার মন্ত্র…
দাঁতে দাঁত চেপে ঘাসের কনায় ধারণ করেছি জাগ্রত প্রণয়…
বাঁচতে দাও অন্তত ততটুকু সময় একাত্মতায়
বাঁচতে দাও অন্তত ততটুকু সময় আলিঙ্গনে
বাঁচতে দাও অন্তত ততটুকু সময় সংঘর্ষহীন
অন্তত দু মিনিট চুপ থাক
বাঁচতে দাও প্রেমে
অন্তত দু মিনিট…
অনুচ্চারিত কথামালা
সময়কে বেঁধে রাখার সাহস কেউ কি করেছে কখনো? জানি না…
জন্মাবধি নিজেকে শাসনে বেঁধে,
তোমার চলে যাওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়ে বুঝতে চেয়েছি বিদায়ক্ষণে কতটা সুনিপুণ অভিনয়ে সেজে ওঠে সময়
বুঝতে চেয়েছি ফিরে যাবার পথে রাস্তার ধুলোদের ওড়ার ধরন বোঝার মনোযোগে সময় কতটা স্থির…
তোমার চলে যাবার সম্ভাবনাকে অভ্যর্থনা জানিয়ে বুঝতে চেয়েছি পরাজয়ের স্বাদ কতটা উপভোগ্য আমার…
বুুঝতে চেয়েছি কোন শব্দমালার উচ্চারণে নিজেকে খুঁজে পাবো
হাতড়ে চলেছি ভাষা!
স্বার্থপরতার এ এক অনন্য দিন!
তোমার চলে যাবার সম্ভাবনাকে অভ্যর্থনা জানাতে গিয়ে শুধু ভুলে গেছি
চোখে চোখ রাখা,
কতটা ভিজেছে তারা
আমার বেঁচে থাকার আনন্দধারায়
তুমি কেবলই বললে
আমরা আছি সময়ে
শাসনের আড়াল ছুঁয়ে…