ফাগুনরঙা মেয়ে ॥ মো. আরিফুল হাসান


ফাগুনরঙা মেয়ে
ফাগুন দিনের আগুনরঙা মেয়ে,
একটি বিকেল কাটিয়ে দিলাম তোমার দিকে চেয়ে।
রেশমি চুলে ফুলের মুকুট পরে
কাচের চুড়ির রিনিকঝিনিক সুরে
মিষ্টি হেসে দাঁড়ালে যখন আমার হাতটি ছুঁয়ে
ওগো আগুনরঙা মেয়ে
বাতাস তখন তোমার হলুদ শাড়ি
উড়িয়ে ভিষণ করছে বাড়াবাড়ি
যেনো তুমি উড়ছো একটি হলুদপক্ষী হয়ে।

অবিরাম বসন্ত ঝরছে
অবিরাম বসন্ত ঝরছে
টুপটাপ টুপটাপ
আমার শিয়রে
ঝরছে বকুল
ঝরছে বসন্ত।

অবিরাম বসন্ত ঝরছে
আমার কবরে
মাটি নেচে উঠছে ফাল্গুনে

অবিরাম বসন্ত ঝরছে
এক দুই তিন
আমার চৈত্রদেশে।