প্রতিজ্ঞা
আমি এই বিশ্ব নারী দিবসে
প্রতিজ্ঞা করিতেছি,
আজ হইতে আমি আমাকে
যথাযোগ্য মর্যাদা
স্থান ও সত্যিকারের দাম দিবো।
এখন হইতে আমি
আমার প্রতি বিশেষ যত্ন লইবো।
নখ চোখ ঠিকমত ধুইবো,
চশমাটা ঠিক করাইয়া পরিবো।
মাঝে মাঝে সুন্দর করিয়া
খাঁটি নারকেল তেল মাখিয়া মুখে ভাপ লইয়া মুখ পরিস্কার করিয়া
সংসার কর্মের জন্য তাড়াহুড়া না করিয়া সময় লইয়া স্নান করিবো।
বাড়িতে হঠাৎ কোন
উটকো ঝামেলা হইলে
পূর্বের মতো আর
পড়িমরি করিয়া দৌড় দিব না।
যেকোনো দরকারেই আহার ফেলিয়া
যাইবো না।
বাসী অবশিষ্ট পুরানো
কোনো খাবার খাইবো না।
নিজের যত্নের কোনো শর্টকাট
আর করিবো না।
প্রতিজ্ঞা করিতেছি,
আজ হইতে আমি সকল প্রকার
ভজন তোষণ পরিত্যাগ করিবো।
আলগা বিনয়ে আর চুপ করিয়া
থাকিবো না।
অন্যকে এবং পরিবারের সবাইকে
একটা বিষয় উপলব্ধি করিতে
সাহায্য করিবো যে নরের সব পারা ছাড়িয়ে নারী আরও কিছু পারে।
তাহারা বিনয়ী বিধায় তা বলে না।
আমি নারী,
আমাদের মধ্যে ব্যতিক্রম ছাড়া সব নারীই জীবনে অনেক বেশি দিয়ে
অনেক কম পায়।
এমন কি সারা জীবনেও
কেহ কেহ কি পাইলো না তাহাও জানে না।
আমি নারী,
আমার হলো মানুষের জাত।
নারীর জাত, মায়ের জাত বলে কিছু নাই। নারীরা দেবী না।
কেবল তাহাদেরই সর্বদা ফুটফুইট্টা
হইয়া থাকিবার কোনে কথা নাই।
আমাকে আমার পচা অবস্থায় দেখাইবার অধিকার আছে।
রাতে আমার রহিয়াছে
আমার নাক ডাকানোর অধিকারও।
প্রতিজ্ঞা করিতেছি,
আজ হইতে আমার অসুখ হইলে,
পেটে ঋতুর প্রবল ব্যথা হইলে
তাহা না চাপিয়া আমি জোরে চিৎকার করিয়া সবাইকে তা জানাইবো।
আমারও মানুষের দাঁত, মানুষের হাত, মানুষের মন ও মানুষের মতো সমান কষ্ট।
তবে আমি অবিশ্বাস্য
এমন কিছু পারি যা পারা
সত্যি কৃতিত্ব পাবার মতো।
আমি নারী।
আমি দামী এবং অমূল্য।