তিব্বতের দিনগুলো (পর্ব-৩) ॥ মোহাম্মদ তৌহিদ


নিংছ্রি প্রিফেকচার তিব্বতের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এটি তিব্বতের সবচেয়ে নিচু ভূমির এলাকা। এখানকার গড় উচ্চতা প্রায় ৩,০০০ মিটার; আবার কিছু অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০ মিটারের নিচেও রয়েছে!

নিংছ্রি নামটির আক্ষরিক অর্থ- সূর্যের সিংহাসন। এ কাউন্টির বৈশিষ্ট্যময় ভৌগোলিক অবস্থানের কারণেই আকর্ষণীয় এ নাম দেওয়া হয়েছে। তিব্বতের অন্যান্য অঞ্চলের তুলনায় নিংছ্রি হ’লো সেই জায়গা যেখানে দৃষ্টি সীমানা বরাবর সূর্যোদয় দেখা যায়। ঠিক যেন বাংলাদেশের কুয়াকাটা অঞ্চলের মতো; যেখানে চোখ বরাবর সমুদ্রের বুকে সূর্যকে হারিয়ে যেতে দেখা যায়। পায়ি টাউন, নিংছ্রির প্রশাসনিক কেন্দ্র। তিব্বতের রাজধানী লাসা থেকে এর দূরত্ব ৪০৬ কিলোমিটার।

নিংছ্রি কাউন্টির পূর্বদিকে লাসা, দক্ষিণ-পশ্চিম থেকে শান-নান, দক্ষিণে ছামদো এবং উত্তরে নাগছুর সীমানা রয়েছে। নিংছ্রিতে আকর্ষণীয় হ্রদ, গভীর গিরিসঙ্কট, পর্যাপ্ত বনভূমি ও আজেলিয়া ফুলে ছাওয়া তৃণভূমি রয়েছে।

নিংছ্রি প্রিফেকচার চীনা পর্যটকদের মধ্যে খুব জনপ্রিয়। এখানকার উচ্চতায় সাধারণত কারও সমস্যা হয় না। তারপরও টুর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাধারণ কিছু ব্যবস্থা থাকে। তবে নিংছ্রি থেকে লাসা যাবার পথে ৫০১৩ মিটার উচ্চতার ‘মিলা পাস’ পার হতে হয়। তখন কেউ কেউ উচ্চতা সমস্যার জন্য অস্বস্তি ও অসুস্থতা বোধ করেন। এজন্য, তিব্বত ভ্রমণে সবসময় উষ্ণ গরম পানি পান করা, তাজা শাকসবজি ও ফলমূল খাওয়া এবং শারীরিক পরিশ্রম এড়ানো ও কথা-বার্তা-মেজাজ নিয়ন্ত্রণে রাখা বেশি গুরুত্বপূর্ণ।
চলবে