তুমি আমি ॥ অঞ্জলি দে নন্দী


তুমি আমি

যদি তুমি হতে নদী,
তবে আমি হতাম ঢেউ

তুমি যদি আমার না হতে কেউ
আমি আকাশ হতাম তবে।
আকাশকে পেয়েছে কে কবে?
আমি যদি তুমি হতাম
তবে তুমি কী আমি হতে?

তোমার আমার যদি
মিলন হতো তবে
নব মহাবিশ্বের সৃষ্টি হতো।
আর আমি হতাম
তোমার মন মতো।

কিন্তু হায়!
আমার আমি তোমায় কেমনে পায়?
এ তার জানা নাই।
তবুও অকারণে তোমার পানে চাই।