বিষ ॥ সুরঞ্জিত বাড়ই


বিষ 

এই শীতরাতে
সাপেরা চলে গেছে গর্তের ভেতর
বিষ বুকে লয়ে অলস গুনছে প্রহর

গুটিশুটি নীরব নিথর কেটে যাবে দিন
সমাগত সময়ের প্রতীক্ষা করতে করতে
এসে যাবে প্রেমময়
তখন শুধু ভালোবাসাবাসি
মরণ বিষ লোকাবে সময়!

অথচ জীবন তো বিষ চায়
ছোবলে ছোবলে চায় জর্জরিত হতে
মরণের সাধ জাগে দীর্ঘ রাতের শেষে
বিষের পেয়ালা হাতে সে যদি আসে!

বেঁচে থাকা নিরর্থক হলে
মরে যাওয়া ঢের ভালো
বিষ ঢালতে পারেনি বলে
তারা মরে গিয়েছিলো!

অলঙ্করণ: নূরুল আসাদ