মায়ার সীমান্ত
আহা এত স্বস্তির ঘুম কতদিন ঘুমোইনি
তবে কী ফেরেস্তারা সব জানতো!
তুমি বসেছিলে আমার পিতার আসনে
যেমন তিনি মক্কেলদের সঙ্গে আলোচনায় বসতেন
হয়তো তুমি অধীনস্তদের ব্রিফিং দিচ্ছিলে
পারিবারিক কলপাড়ে আমাদের দেখা হলো
মন থেকে মনে যেনবা পাসপোর্ট নবায়নের দিন
পাশেই তখন দাঁতছোলা গাছে প্রজাপতিরা খেলছিলো
রান্নাঘরে আখনি পানি ফুটছিলো
মা পোলাও করবেন-বাতাসে তারই পুলক ঝরছিলো
অথচ তুমি মারি নদীর বালিয়াড়িতে স্বর্ণ খুঁজছিলে—
চকচকে সোনা-
মনে পড়ে নীল নদের তীরে আমরা কত হেঁটেছি!
তবে কী সতত বেদনার এক নদী জল বাষ্প হয়ে উড়েছিলো
হয়তো তারা সিদরাতুল মুনতাহা পেরিয়ে
সাত আসমানে পৌঁছে গিয়েছিলো-
না হলে মালাইকারা জানলো কীভাবে? মালাইকারা কেন?
তাঁরা শুধু কষ্টের পালকে একরতি শান্তির পরশ ছুঁইয়েছিলো!
অলঙ্করণ: নূরুল আসাদ