গোপন কথা
তুই মধ্যম
আমি মধ্যমা
তুই এন্তার গঙ্গা যমুনা
আমি সুরমা
বিশুদ্ধ রক্তকণা।
কেউ কি জেনেছে
এই অত্যাশ্চর্য সংবাদ,
এ অসম্ভব!
কী করে বুকের কুরে শৈলকুপা
হিরন পয়েন্টসহ
বিষাদিত বৃক্ষ ও জোছনা
আরও কিছু লবণ পর্বত
এই করদ্বয়ে দিস?
জ্বালিয়ে দাউ দাউ চিতা,
কী করে তুলিস তুই
কাঙ্খিত রবারের রস?
আর আমি হয়ে গেনু তোর
সূর্যে পোড়া
পুদিনার পাতা চোয়া জল
গৃহস্থ কইতর।
কেউ কি জানে
বা ভাবতে পারে
আমাদের সুগন্ধ করেছিলো
দলছুট, ভেগে আসা
গুচ্ছ গুচ্ছ বেহুঁশ কবিতার দল!