ছেলে
এই যে ছেলে!
কষ্ট পেলে
এক্কেবারে নিজের দোষে
নিজের ঘরে বসেছিলে
খাচ্ছিলে আর ঘুমোচ্ছিলে
ভালোই ছিলে বলতে পারি
আহ যে আমার কষ্ট ভারী!
কি প্রয়োজন ছিল তোমার
ভার্সিটির ঐ অনুপমার
সাথে এত ভাবটি করার
তবুও তো তাকে ধরার
একটুও হায় চান্স পেলে না
হঠাৎ করে সেই হেলেনা
ফুৎ পাখি হয়েই গেলো
আর ত খুনি চক্ষু ম্যালো
যাছিল হায় বড্ড বোজা
এখন তোমার কষ্ট যাপন
দুঃখটা তো বড্ড আপন
সুখকে শুধু হচ্ছে খোঁজা
এই যে ছেলে! কষ্ট পেলে
এক্কেবারে নিজের দোষে