কলম্বিয়ার রাজনৈতিক উপন্যাস হিসেবে পরিচিতি পেয়েছে দ্য লাকি ওয়ানস গ্রন্থটি।
২০১৭ সালের ৭ মার্চ প্রকাশিত হয়েছে এই উপন্যাস। উপন্যাস গ্রন্থটির পৃষ্ঠা সংখ্যা ২৭২ (হার্ড কাভার)। এটি কলম্বিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রচিত। এটি লিখেছন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখিকা জুলিয়ানি পাচিকো।
দ্য লাকি ওয়ানস উপন্যাসে তুলে ধরা হয়েছে কলম্বিয়ার গত ৩০ বছরের ইতিহাস, বহু রক্তপাতের ঘটনা। কলম্বিয়ার অপশক্তি ড্রাগ কার্টেলরা তাদের মাদকের কারবার নিরবচ্ছিন্নভাবে চালাতে গিয়ে বহু বিচারপতি, মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিকে গুম ও হত্যা করেছে। কলম্বিয়ার সেসব রক্তাক্ত ও রাজনৈতিক ঘটনাকে উপজীব্য করে রচনা করেছেন তিনি।
যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও লেখক বহু দূর থেকে কলম্বিয়ার ঘটনা দেখার চেষ্টা করেছেন। তবে তার বর্ণনা ও চরিত্র অসাধারণ।