জরায়ুতে শিশু ফিলিস্তিন
একপাশে বিশ্ব সুন্দরী, অন্যদিকে
অন্ধকার ধূলিমাখা জলপাই স্তুপ!
আর গত রাতে, যে তরুণীরা বুকের
চাদর দিয়ে নিজেকে বেঁধেছে
ফিলিস্তিন নামের মাতৃভূমি!
খণ্ড বিখণ্ড বেদখল!
গলির মুখে রাজা বেঘুরে
আরব- ইসরাইল!
তবুও মাংসের ভিতরে বাড়ে মাংস
জরায়ুতে শিশু ফিলিস্তিন!