বৈপরীত্যের ঢেউ
স্বপ্নে ভাসে বৈপরীত্যের ঢেউ,
তুফানে তুফানে ভাসমান এক ছবি,
দ্বন্দ্বরত উপন্যাসে, হারিয়ে যাওয়া নাবিক
ডেকের ওপর যাত্রীকালীন কবি।
নোংরামিতে ভরাট , পলি মাখা পার,
জমিয়ে রাখা, জলের অনেক দাগ,
নোঙরে তাকে বাধা দিয়েছে কেউ,
সময় মতো আচড়ে পড়ে ঢেউ।
মন্দাভাবে ফুঁসছে জলের তেজ,
আটক করা ব্যক্তি মনে রোগ,
জলের নীচে জমে আছে কতো কী?
তার হদিশে করছে অনেক ভোগ।
বিচ্ছেদের মন, মিলনের পথ ধরে ,
ঘুরে এসো মোহনায়, পারলে
থেমে যাওয়া ঢেউ, সেখানে গিয়ে মিশে,
শান্ত স্নিগ্ধ নিঃস্তব্ধতার আড়ালে।