গন্তব্য ॥ নূরুদ্দিন জাহাঙ্গীর


গন্তব্য

অনেকেই অনেক জায়গায় যায়, কেউ দেশে, কেউ বিদেশে যায়
পারে তো কেউ কেউ মঙ্গলগ্রহে যায়।
আমি তাদের কথা বলছি না, এ শহরে যাদের মাথাগুজবার জন্য ঠাঁই নাই।
আমি বলছি, যাদের একাধিক ঠিকানা থাকে যারা
নিজবাড়িতে বাস করে তবু
পিতৃপুরুষের অথবা নিজ বাড়িতে যায়।

অতীতের টানে যায়
নিজের ভালো থাকাটা দেখানোর খায়েশ কার নাই?
নানাভাবে দেখায়।
ও সবের বর্ণনা না দিলেও চলে
কেউ কেউ অন্য কারণে যায়, বলে
গল্পের প্রয়োজনে যেতে হয়
কেউ যায় মৌসুমে ফসল তুলে আনার জন্য
নগরের মানুষের সব ফসল তো গাঁ থেকেই আনতে হয়
নেতে হতেও গ্রামে যেতে হয়।

আমার গ্রামে যেতে হয় না
জমিজিরাত কিংবা বংশপরিচয়ও নাই
আমাকে কোথাও যাবার জন্য বলবে না কেউ।
তবু সময় হলে আমারও কোথাও যেতে হবে জানি
তখন যাব শূন্য হাতেই,
নিয়ে যাব আর রেখে যাব এমন কিছু সঞ্চয় নেই।
যাবার সময় হলে বাংলার মাটিতে মিশে যেতে চাই
এ ছাড়া আমার কোনো গন্তব্য নাই।

১৫ মে ২০২১।