খবর ॥ অমিতাভ সরকার


খবর

যাতনা শরীর ছোঁয়া অসুখপাড়ায়
জীবন করোনা ছবি অসুখ বাড়ায়।
কুঠুরি মনের ঘরে
ভুল বুঝে দম পড়ে
শিকারী শিকার চেনে মৃত্যু হানায়।

রোগের অচেনা খেলা
অসময় কালবেলা
চেনামুখ ছবি ব্যথা খবর জানায়।

এমনি যদিবা চলা
কঠিন মনেতে জ্বলা
কিছু আর দেখা বাকি দেখা-না দেখায়!