পুরস্কারের জন্য সাহিত্যদেশের পাণ্ডুলিপি আহ্বান


সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২১ ঘোষণা করেছে প্রকাশনা প্রতিষ্ঠান সাহিত্যদেশ। বাংলা ভাষা, সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে নিজস্বতা বজায় রেখে যারা লেখালেখির চর্চা করছেন তাদের পৃষ্ঠপোষকতা করার লক্ষ্যে ‘সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২১’ দেওয়া হবে।

যেসব বিষয়ে পাণ্ডুলিপি জমা দেওয়া যাবে শিক্ষা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট (শব্দস্যংখ্যা : অনূর্ধ্ব ৪০ হাজার), গণমাধ্যম (চলচ্চিত্র, সাংবাদিকতা, ফেসবুক, ফটোগ্রাফি, ব্লগ, ইউটিউব অর্থাৎ ইন্টারনেট সংক্রান্ত লেখা (শব্দস্যংখ্যা : অনূর্ধ্ব ৪০ হাজার), কথাসাহিত্য (গল্প, উপন্যাস, নাটক, রম্য। শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৩০ হাজার), শিশুসাহিত্য (১১ বছর বয়স পর্যন্ত শিশুদের উপযোগী শিক্ষামূলক গল্প, কমিক্স, ছড়া। শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৫ হাজার, ছড়া ২০টা, কমিক্সের ক্ষেত্রে শব্দসংখ্যা উন্মুক্ত), কিশোরসাহিত্য (১২-১৮ বছর বয়েসী কিশোরদের উপযোগী শিক্ষামূলক গল্প, কবিতা, গোয়েন্দা উপন্যাস, সায়েন্স ফিকশন, কমিক্স। শব্দস্যংখ্যা : অনূর্ধ্ব ২০ হাজার। কবিতা ৫৬টা, কমিক্সের ক্ষেত্রে শব্দসংখ্যা উন্মুক্ত)। ধর্মচিন্তা ও জীবনধারা (যেকোনো ধর্ম বিষয়ক যে কোনো লেখা। শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৪০ হাজার)। ইতিহাস-ঐতিহ্য (বঙ্গবন্ধু, বাংলা, বাঙালি সংস্কৃতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, পুরাকীর্তি, নৃতাত্ত্বিক গবেষণা, আঞ্চলিক ইতিহাস, পর্যটন শিল্প সংক্রান্ত লেখা, শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৪০ হাজার)। ভ্রমণসাহিত্য (ভ্রমণকাহিনি, ভ্রমণ বিষয়ক প্রবন্ধ। শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৪০ হাজার)। স্বাস্থ্য (স্বাস্থ্য, চিকিৎসা, পরিবেশ, ব্যয়াম সংক্রান্ত লেখা। শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৪০ হাজার)। খেলাধুলা (ক্রিকেট ও ফুটবলসহ দেশের ঐতিহ্যবাহী খেলাধুলা সংক্রান্ত লেখা। শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৩৫ হাজার)। কবিতা
(যে কোনো ধরনের কবিতা, পুঁথি। ৫৬ থেকে ৭২টি)।

শনিবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে sahityodesh@gmail.com এই ই-মেইলে পাণ্ডুলিপি পাঠাতে হবে। প্রিন্টকপি পাঠানোর ঠিকানা : সাহিত্যদেশ, হোসাফ টাওয়ার ২য় তলা, রুম-৭৭, মালিবাগ মোড়, ঢাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন ফেসবুক পেজ (https://www.facebook.com/sahityodesh/)।