কারাগার থেকে লেখা উপন্যাস নো ফ্রেন্ডস বাট দ্য মাউন্টেইনস। উপন্যাসটির লেখক বেহরোজ বুচানি। পাপুয়া নিউগিনির একটা দ্বীপে অস্ট্রেলীয় সরকারের দ্বারা নির্বাসিত লেখক বুচানি। অস্ট্রেলিয়া সরকারের দ্বারা নির্বাসিত উদ্বাস্তুরা ওই দ্বীপে কেমন জীবনযাপন করছে, এই হচ্ছে এই উপন্যাসের বিষয়বস্তু। বুচানি একজন কুরদিস-ইরানীয় সাংবাদিক।
অস্ট্রেলিয়ার কঠোর অভিবাসী আইনের কট্টর সমালোচক তিনি। ২০১৩ সালে একটা নৌকায় করে পাপুয়া নিউ গিনি থেকে অস্ট্রেলিয়ায় এসে অভিবাসী হতে চেয়েছিলেন বুচানি। কিন্তু অস্ট্রেলীয় সরকার তাকে আশ্রয় দেয়নি। তখন তার আশ্রয় মেলে পাপুয়া নিউ গিনির মানুস দ্বীপে। ওখানে বসেই লেখেন এই উপন্যাসটি। ২০১৯ সালে তিনি পান অস্ট্রেলীয় সাহিত্য পুরস্কার ‘ভিক্টোরিয়ান প্রাইজ ফর লিটেরেচার’। পুরস্কারটির অর্থমূল্য ৭২ হাজার ৩৯০ মার্কিন ডলার।
পুরস্কার পাওয়ার পর বুচানি বলেছেন, “নিগ্রহের বিরুদ্ধে এ হলো একধরনের বিজয়। এ বিজয় আমার নয়, সাহিত্যের নয়, সবার উপরে এ হচ্ছে মানবতার বিজয়।”