বর্ষা ও স্মৃতি ॥ সিদ্ধার্থ অভিজিৎ


বর্ষা ও স্মৃতি
সূর্যি মামা চুপটি করে
মেঘের পেটে লুকিয়ে পড়ে।
মেঘ মামা তাই রাগের চোটে
বাঁশের মতো পড়ছে ফেটে।

ছোট্ট মেয়ের লম্বা চুলে,
কিংবা বধুর কানের দুলে
কদম ফুল পড়ছে ঝুলে।
কেমন করে রইবো ভুলে!

পথের পরে জলের ধারা
কইগুলো আজ ছন্নছাড়া।
কাগজনৌকা শিশুর হাতে,
ভাসবে বলে উঠছে মেতে।

চিঠির ভাঁজের স্মৃতিগুলো
সরিয়ে ফেলে চোখের ধুলা
নীলাভো চোখে তাকিয়ে থাকে।
কেবল আমায় পিছু ডাকে।
চিঠির পাতায় আটকে রাখে।