তাহমিমা আনামের নতুন উপন্যাস বাতিঘরে


তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘দ্য স্টার্টআপ ওয়াইফ’ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পাওয়া যাচ্ছে বাতিঘরে। বইটি প্রকাশ করছে যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যাননগেট বুকস। ভারতে প্রকাশ করেছে পেঙ্গুইন ইন্ডিয়া।

বাতিঘরের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শাখায় পাওয়া যাবে বইটি। এ ছাড়াও পাঠক চাইলে http://baatighar.com/shop/product/the-startup-wife-28706 এই লিংকে বাতিঘরের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন বইটি।

আন্তর্জাতিক পুরস্কারজয়ী তাহমিমা আনাম এর আগে ‘আ গোল্ডেন অ্যাজ’, ‘দ্য গুড মুসলিম’ ও ‘দ্য বোনস অব গ্রেস’ নামে তিনটি উপন্যাস লিখেছেন। ‘দ্য স্টার্টআপ ওয়াইফ’ তার চতুর্থ উপন্যাস। এই উপন্যাসে আশা নামের এক কম্পিউটার বিজ্ঞানীর জীবনের গল্প উঠে এসেছে।

বইটি নিয়ে দ্য গার্ডিয়ান লিখেছে, তাহমিমা আনামের নতুন উপন্যাসে পাঠক পাবেন সম্পর্কের দ্বন্দ্ব, মানসিক সংঘাত, মনস্তত্ত্ব, প্রযুক্তি, ব্যবসা, প্রেম, আবেগ, রোমাঞ্চ- সব মিলিয়ে অন্যরকম এক জীবনের উপাখ্যান।