গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন মিনার মনসুর


দ্বিতীয় মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক মিনার মনসুর।

১২ জুলাই ২০২১ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫ এর ধারা-১০ (২) অনুযায়ী মিনার মনসুরকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র এর পরিচালক পদে নিয়োগ করা হলো।

এর আগে ২০১৯ সালে এই পদে দায়িত্ব গ্রহণ করেন মিনার মনসুর।

মিনার মনসুরের জন্ম ২০ জুলাই ১৯৬০ সালে, চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। তার একাধিক কাব্যগ্রন্থ, জীবনীগ্রন্থ, গবেষণামূলক প্রবন্ধগ্রন্থ এবং সম্পাদিত গ্রন্থ রয়েছে।