জনপ্রিয় ঔপন্যাসিক হারুকি মুরাকামির ছোট গল্প অবলম্বনে নির্মিত ‘ড্রাইভ মাই কার’ চলচ্চিত্রটি এবার (২০২১) কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে। এটির পরিচালক রাইয়ুসুকে হামাগুচি।
কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার হাতে পরিচালক রাইয়ুসুকে হামাগুচি । কান চলচ্চিত্র উৎসবের ৭৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো জাপানি লেখক সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন।
৭৪তম কান চলচ্চিত্র উৎসবে ‘ড্রাইভ মাই কার’ চলচ্চিত্রের পরিচালক ও অভিনয় শিল্পীরা
হারুকি মুরাকামির জাপানি ঔপন্যাসিক। তার জন্ম ১২ জানুয়ারি, ১৯৪৯ সালে জাপানের কিয়োটোতে। দেশকালের সীমানার গণ্ডিতে তিনি আটকে নেই। সমগ্র দুনিয়ায় জনপ্রিয় তিনি। এটা সম্ভব হয়েছে তার সরল গদ্য ভাষা, বিষয়বস্তু, আর গল্প বলার জাদুকরি ঢংয়ের কারণে।
পৃথিবীর সর্বাধিক বিক্রিত আর আলোচিত লেখকদের মধ্যে অগ্রগণ্য হারুকি মুরাকামির নাম।ইতিমধ্যে বিশ্বের প্রায় ৫০টি ভাষায় তার লেখা অনূদিত হয়েছে।
সূত্র: রয়টার্স