‘কবিতা আশ্রম পুরস্কার’পেলেন জাকির জাফরান। বাংলা কবিতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে পশ্চিমবঙ্গের সাহিত্য পত্রিকা ‘কবিতা আশ্রম’এই পুরস্কারে ভূষিত করে। আগামী ১৭ সেপ্টেম্বর কবি বিনয় মজুমদারের জন্মদিনে জাকির জাফরানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
জাকির জাফরান কবিতা লেখার পাশাপাশি গদ্যও লেখেন। তার জন্ম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই গ্রামে। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় একজন সরকারি কর্মকর্তা।
এই পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘সমুদ্রপৃষ্ঠা’ (২০০৭), ‘নদী এক জন্মান্ধ আয়না’ (২০১৪), ‘অপহৃত সূর্যাস্তমণ্ডলি’ (২০১৫), ‘নির্বাচিত কবিতা’ (২০১৯), ‘অন্ধের জানালা’ (২০২০), ‘জ্যোৎস্নাসম্প্রদায়’ (২০২০), ‘পায়ে বাঁধা দুটি সর্বনাম’ (২০২১)। অনুবাদগ্রন্থ ‘আক্রায় পাওয়া পাণ্ডুলিপি’ (২০১৪)।
এর আগে তিনি কবিতায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন ‘বগুড়া লেখকচক্র পুরস্কার’।