প্রিয় নদীর গল্প


প্রিয় নদীর গল্প। এটি সম্পাদনা করেছেন লেখক ও গবেষক ফয়সাল আহমেদ। সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘জাগতিক প্রকাশন’ বইটি প্রকাশ করেছে। ৩১ জন বাংলাদেশি ও ভারতীয় লেখকের আশা-হতাশার বাস্তব এবং কল্পনদীর আখ্যান ‘প্রিয় নদীর গল্প।’

বাংলাদেশ পর্বে লেখক তালিকায় আছেন ফারুক মাহমুদ, সৈয়দ কামরুল হাসান, হামিদ কায়সার, মনি হায়দার, সত্যজিৎ রায় মজুমদার, রেজাউল করিম, রুখসানা কাজল, মু আ লতিফ, সুমনকুমার দাশ, সন্তোষ কুমার শীল, মোহাম্মদ এজাজ, মুহাম্মদ মনির হোসেন, পিয়াস মজিদ, মাসুম মাহমুদ, হাসান মাহবুব, মো. ইউসুফ আলী, মনির হোসেন, আলম মাহবুব, আলিফ আলম।

ভারত পর্বে লেখক তালিকায় আছেন গৌতম অধিকারী, রাজেশ ধর, তাপস দাস, সুপ্রতিম কর্মকার, তুহিন শুভ্র মন্ডল, শৌভিক রায়, শুভময় পাল, শর্মিষ্ঠা কর, সুস্মিতা চক্রবর্তী, সুদর্শন ব্রহ্মচারী, কৌশিক বিশ্বাস, মনোনীতা চক্রবর্তী।

বইটি পাওয়া যাবে ‘জাগতিক প্রকাশন’র কাঁটাবন কনকর্ডের বিক্রয়কেন্দ্র, উজান প্রকাশন, অনলাইন বুকশপ রকমারি ও কানামাছি ডটকমে।

বইটির প্রচ্ছদ করেছেন সমর মজুমদার। এর পৃষ্ঠাসংখ্যা ১৬০। মূল্য রাখা হয়েছে ৩২০ টাকা।