বাংলাদেশের অনুবাদকদের উৎসাহ দিতে বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন ‘বর্ষসেরা অনূদিত বই’ ও ‘অনুবাদক আজীবন সম্মাননা’ প্রদান করতে যাচ্ছে। প্রতি বছর প্রকাশিত অনূদিত গ্রন্থ থেকে একটি বইকে পুরস্কৃত করা হবে। এছাড়া একজন অনুবাদককে দেশের অনুবাদ-সাহিত্যে তার সামগ্রিক অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়া হবে।
গত ২২ সেপ্টেম্বর ‘বর্ষসেরা অনূদিত বই ২০২১’ পুরস্কারের জন্য ১০টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এর মধ্য থেকে পরবর্তী ধাপে ৫টি বই নির্বাচন করা হবে।
শেষ ধাপে একটি বই চূড়ান্তভাবে মনোনীত হবে। অক্টোবর মাসের শুরুর দিকে ‘বর্ষসেরা অনূদিত বই’ এবং ‘অনুবাদক আজীবন সম্মাননা’-প্রাপ্ত অনুবাদকের নাম প্রকাশ করা হবে।
বর্ষসেরা অনূদিত বই ২০২১ : সংক্ষিপ্ত তালিকা
১। অন্তহীন অন্বেষণ: কার্ল পপার/ অনু. আমিনুল ইসলাম ভুইয়া/ বাংলা একাডেমি
২। অতীশ দীপঙ্কর রচনাবলি: রিচার্ড শেরবার্ন, অলোকা চট্টোপাধ্যায়/ অনু. ও সম্পা. রায়হান রাইন/ প্রথমা
৩। নারীর ভাগ্য জয়ের অধিকার: ম্যারি উলস্টোনক্রাফট/ অনু. মোবাশ্বেরা খানম/ সুবর্ণ
৪। কালো টিউলিপ: আলেক্সান্ডার দ্যুমা/ অনু. রওশন জামিল/ কথাপ্রকাশ
৫। আমার জীবন: মার্ক শাগাল/ অনু. অদিতি ফাল্গুনী/ কবি
৬। প্যারালাল ওয়ার্ল্ডস: মিচিও কাকু/ অনু. আবুল বাসার/প্রথমা
৭। দ্য পোস্টম্যান: আন্তনিও স্কারমেতো/ অনু. সাগুফতা শারমীন তানিয়া/ প্রথমা
৮। দুর্গা: বিশ্ববরেণ্য দশ নারীর কবিতা/ অনু. মুম রহমান / জলধি
৯। ব্যাবিলনের হৃদয় হতে: আনোয়ার ঘানি/ অনু. গৌরাঙ্গ হালদার/বেহুলা বাংলা
১০। উপমহাদেশের উর্দু ছোটগল্প/ অনু. হাইকেল হাশমী/ গল্পকার
গত ৩০ মে (২০২১) বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুবাদ সাহিত্য পুরস্কার ঘোষণা দেওয়া হয়।