ঐতিহ্য
শুভ্রতায় জড়ানো শাদা তরুণী জিন্সের ছোট্ট প্যান্ট, হাতাকাটা মিনি জামা, টকটকে ব্রা পরে সামারে হাঁটছে,
যেনো কানাডা হেঁটে যাচ্ছে।
আপাদমস্তক নিজেকে কালো বোরখায় ঢেকে
বৌদ্ধ মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে
সে রমণী মূলত তালেবানী।
শর্ট স্কার্টের সাথে শাদা শার্ট পরে পিঠে স্কুলব্যাগ ঝুলিয়ে
যে বালিকা একটু একটু করে তরুণী হচ্ছে,
বৃশ্চিক রাশির বৃটিশকন্যা!
হাই হিল, দামি ছেঁড়া প্যান্ট, জিপসী জামা, রঙিন সানগ্লাস,
সবুজ চুল নিয়ে যখন যুবতী যায়,
তার স্তনের গরিমায়
মনে হয় প্যারিসের আইফেল টাওয়ার যাচ্ছে।
সুষমা শরীরে একখণ্ড পেন্টি আর একখণ্ড নক্সি ব্রা, পরীদের মতো চকচকে পালক, মাথায় নিমি মুকুট
হালকা পোশাকে আবৃত শরীরবৃত্তিয় শৈল্পিক ভাঁজে ভাঁজে দোল খাওয়া
রাজপথ মাতিয়ে তোলা সাম্বা নাচের তন্বী
সে তো ব্রাজিলিয়ান।
সুতির শাড়ি পরা ওমর আলীর শ্যামলা সুন্দরী,
সে তো বাংলাদেশের স্নিগ্ধতার প্রতীক। যে নারীর ব্লাউজে, ছায়ায়
আবহমান বাংলার ঐতিহ্য ঘুমিয়ে থাকে!
টরন্টো, সেপ্টেম্বর ১৭, ২০২১