বাতিঘর প্রকাশ করবে সম্প্রতি প্রয়াত অনুবাদক শেখ আবদুল হাকিম অনূদিত তিনটি বই। বই ৩টি হলো-মারিও পুজোর ‘গডফাদার’, ড্যান ব্রাউনের ‘অরিজিন’ ও ‘দ্য ভিঞ্চি কোড’।
অনুবাদকের উত্তরাধিকারীদের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে বই তিনটির প্রকাশনা চুক্তি।
অনাড়ম্বর এ আয়োজনে উপস্থিত ছিলেন সাজিয়া হাকিম, শেখ আপালা হাকিম, শেখ মো. পুলক হাসান, বাতিঘরের সম্পাদক মোজাম্মেল মাহমুদ ও ম্যানেজার অপারেশন তারেক আবদুর রব।
উল্লেখ্য, দেশের রহস্য রোমাঞ্চ উপন্যাসের অন্যতম প্রধান লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম ২৮ আগস্ট ২০২১ শনিবার বেলা একটায় ঢাকার মাদারটেকের নান্দিপাড়ায় বড় মেয়ের বাড়িতে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শেখ আবদুল হাকিমের জন্ম ১৯৪৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। তার বাবার নাম শেখ আবদুর রফিক। তারা ৫ ভাই, ৩ বোন। দেশভাগের পর তারা ঢাকায় চলে আসেন।
শেখ আবদুল হাকিম গত শতকের ষাটের দশকের মাঝামাঝি থেকে দেশের অন্যতম প্রকাশনা সংস্থা সেবা প্রকাশনীর সঙ্গে যুক্ত হয়ে পেশাদার লেখক হিসেবে কাজ করছিলেন। এই প্রকাশনা প্রতিষ্ঠানের জনপ্রিয় রহস্য রোমাঞ্চ উপন্যাস সিরিজ ‘কুয়াশা’ ও ‘মাসুদ রানার’ অনেক বইয়ের নেপথ্য লেখক ছিলেন তিনি।
এছাড়া নিজ নামেও তিনি এই ধারার বহু জনপ্রিয় রোমাঞ্চ উপন্যাসের অনুবাদ এবং মৌলিক উপন্যাস রচনা করে পাঠকসমাজে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। বিশেষ করে তার অনুবাদে মারিও পুজোর গডফাদার এ দেশের পাঠক সমাজে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে।