ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। মহামারি যেভাবে বিশ্বকে বিপর্যস্ত করে তুলেছিল, তাতে অর্থনীতি,সমাজ জীবন, সবকিছু থমকে গিয়েছিল। তবে আশারা কথা, করোনা টিকা আসার পর পরিস্থিতি বদলে যায়। লকডাউন তুলে নিয়ে বিশ্বের অনেক দেশই এখন স্বাভাবিক হয়ে গেছে। এই অবস্থার মধ্যেই শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক ওয়েবপোর্টাল চিন্তাসূত্র প্রথমবারের মতো প্রবর্তন করে ‘চিন্তাসূত্র পুরস্কার’।
এজন্য গত ২৯ মে ২০২১ চিন্তাসূত্র পুরস্কার কমিটির আহ্বায়ক ড. রকিবুল হাসানের সভাপতিত্বে এক সভা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সাহিত্যের ৪ শাখায় মনোনয়ন আহ্বানের। এগুলো হলো কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ এবং মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, সমাজসেবা ও সমাজ সংস্কারের জন্য বাঘা যতীন পুরস্কার। এই ৪ শাখায় পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তিদের নাম আহ্বান করা হয় গত ১ জুলাই থেকে।
এ পর্যন্ত যাদের নাম আলােচনায় এসেছে, সাহিত্যের পাঠকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাদের প্রিয় সাহিত্যিকের নাম শোনার জন্য। সাহিত্যপ্রেমীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেরই নামই শোনা যাচ্ছে।
প্রবন্ধে যাদের নাম বেশি আলােচনা আছে, তারা হলেন-ড. তপন বাগচী, সরকার মাসুদ, মাসুদুল হক, হামীম কামরুল হক।
কবিতায় যাদের নাম বেশি আলোচিত হচ্ছে তারা হলেন, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, মাহমুদ কামাল, দিলারা হাফিজ, শামীম রেজা, জাকির জাফরান।
কথাসাহিত্যে চিন্তাসূত্র পুরস্কার পেতে পারেন রুমা মোদক, রুখসানা কাজল, সাদিয়া সুলতানা, ফারহানা রহমান, শিল্পী নাজনীন, শাহনাজ মুন্নী, মনি হায়দার, আশরাফ জুয়েল।
বাঘাযতীন পুরস্কার হিসেব আলোচনা রয়েছেন কামাল উদ্দিন।