কথাসাহিত্যিক মাসরুর আরেফিন বলেছেন, আমি প্রশংসা শোনার জন্যই শুধু লিখি না। সমালোচনাও থাকবে। আমি এখন নতুন উপন্যাস লিখেছি ‘আড়িয়াল খাঁ’। আমি কোনো সমাধান দেওয়ার জন্য লিখি না, সেটা আমার কাজও না। আমার লেখায় চরিত্রগুলোকে আমার ফিলসফি ধারণ করাই না। আমাদের সঙ্গে প্রবীণ লেখকের একটা পার্থক্য রয়েছে। আমি মনে করে বাস্তব জীবনে নৈতিক সুবিচার বলে কিছু না। মডার্ন লেখকরা নিপীড়িতকে হিরোর জায়গায় বসায়। মানে লেখার আগেই এই জিনিস ঠিক করাই থাকে।
তিনি বলেন, আমার লেখা বুঝতে সময় লাগবে। আমার লেখা বুঝতে পাঠকদের প্রস্তুতি লাগবে। আমার এক মিলিয়ন পাঠকের প্রয়োজন নেই। যে নৃশংস রূপের পৃথিবী, সেটিই আমি দেখাই। ধানসিড়ি নদী সুতো হয়ে যায়, আমাদের রাষ্ট্র ব্যবস্থাই সেটিকে সুতো বানায়। দখল-শোষণে সেটি জর্জরিত। আমি সেই কষ্ট থেকেই লিখতে চাই।
মাসরুর আরেফিন বলেন, আমি লিরিক্যাল গদ্য লিখতে চাই না। এই ব্যালেন্সিং অ্যাক্ট আমি করতে চাই না। আমি অনেকের সংজ্ঞায় ভালো লেখক না, আমি তাদের ভাষায় ভালো লেখক হতেও চাই না।
৯ অক্টোবর (২০২১) ছিল কথাসাহিত্যিক মাসরুর আরেফিনের জন্মদিন। এ উপলক্ষে ‘তার কথাসাহিত্য, তার চিন্তার ভুবন’ অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা সংস্থা কথাপ্রকাশ। এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত লেখক-সাহিত্যিকরা।