কবি, প্রাবন্ধিক ও সম্পাদক আবুল হাসনাত স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৯ অক্টােবর ২০২১) বিকেলে।জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত সাহিত্য ও শিল্প–সংস্কৃতিবিষয়ক পত্রিকা কালি ও কলম আয়োজন করে ‘আবুল হাসনাতকে শ্রদ্ধাভরে স্মরণ’ অনুষ্ঠান। স্মৃতিচারণা, তাঁর কাজের মূল্যায়ন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মারকগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে প্রিয় মানুষটিকে স্মরণ করলেন তাঁর সুহৃদেরা।
বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী আবুল হাসনাতের কর্মময় জীবনের পরিচিতি ও অনুষ্ঠানক্রম তুলে ধরেন। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। মঞ্চে ছিলেন আবুল হাসনাতের স্ত্রী নাসিমুন আরা হক।
আবুল হাসনাত ২০০৪ সাল থেকে কালি ও কলম সম্পাদনা করছিলেন। এর আগে তিনি দুই যুগের বেশি সময় দৈনিক সংবাদ–এর ‘সাহিত্য সাময়িকী’ সম্পাদনা করেন। কবিতা লিখতেন মাহমুদ আল জামান নামে। কবিতা, শিল্প সমালোচনা, গল্প মিলিয়ে তাঁর মৌলিক এবং সম্পাদিত গ্রন্থ অর্ধশতাধিক। ২০২০ সালের ১ নভেম্বর তিনি মারা যান।