চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২১: আলোচনায় যারা


এ মাসেই (নভেম্বর ২০২১) ঘোষণা করা হবে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার।৭ ক্যাটাগরিতে পুরস্কার দেয় চর্যাপদ সাহিত্য একাডেমি।এগুলো হলো- কবিতা, কথাসাহিত্য, গবেষণা-প্রবন্ধ, সংগীত, সামগ্রিক সাহিত্যকর্ম, শিশুসাহিত্য ও সংগঠন।

কারা পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২১। এ নিয়ে সাহিত্যঙ্গনে চলছে নানা আলোচনা। সাহিত্যপ্রেমীদের মাঝে আলোচনায় অনেকেরই নাম শোনা যাচ্ছে। এর মধ্যে কবিতায় যাদের নাম আলোচনা শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন হেনরী স্বপন, ফকির ইলিয়াস, মুজিব ইরম, শাহেদ কায়েস, মাসুদুল হক, স্নিগ্ধা বাউল, জব্বার আল নাঈম, রাজু রফিক, সামতান রহমান, রাসেল রায়হান।

কথাসাহিত্যে যাদের নাম আলোচনায় রয়েছেন তারা হলেন-দিলরুবা আহমেদ, রুখসানা কাজল, সাদিয়া সুলতানা, শিমুল মাহমুদ, ফারহানা রহমান, ফরিদা ইয়াসমিন সুমি, ইশরাত তানিয়া, আশরাফ জুয়েল, সাইফ বরকতুল্লাহ, সাঈদ আজাদ।

গবেষণা-প্রবন্ধে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- প্রবীর বিকাশ সরকার, আহমাদ মাযহার, ড. রকিবুল হাসান, সৈয়দা আইরিন জামান, কাজী মহম্মদ আশরাফ, শহীদ ইকবাল, মুহাম্মদ ফরিদ হাসান।

প্রসঙ্গত, ২০১৯ সালে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয়। প্রথম বছর (২০১৯) চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পান কবিতায় স্বপন রক্ষিত (মরণোত্তর), কথাসাহিত্যে শামস সাইদ, গবেষণা সাহিত্যে নূরুল ইসলাম ফরহাদ ও লিটল ম্যাগাজিন সম্পাদনায় ম. নূরে আলম পাটওয়ারী। ২০২০ সালে কবিতায় বীরেন মুখার্জী, কথাসাহিত্যে হামিদ কায়সার, সার্বিক সাহিত্যে কবি ও সম্পাদক জামসেদ ওয়াজেদ, গবেষণা সাহিত্যে জাহাঙ্গীর হোসেন, শিশুসাহিত্যে মকবুল হামিদ, সংগীতে আশিক কবির, শিক্ষায় আজমল হোসেন চৌধুরী ও বাচিকশিল্পে তানজিনা তাবাচ্ছুম।