লুনা রাহনুমার প্রথম গল্পগ্রন্থ নারীবৃক্ষ প্রকাশিত হবে আগামী ডিসেম্বরে (২০২১)। বইটি আসছে এশিয়া পাবলিকেশন্স থেকে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সজীব খান।
গল্পগ্রন্থ নারীবৃক্ষ বইটির ফ্ল্যাপ থেকে যোগসূত্র পাঠকদের জন্য কিছু অংশ তুলে ধরা হলো-তখন ওরা ক্লাস এইটে পড়ে। লাগোয়া বাড়ি দুটিতে পারিবারিক সম্পর্ক অনেকটা আত্মীয়তার মতন। লতার সাথে তরুর বেশি বেশি মেলামেশা নিয়ে ততোদিনে এলাকাতে গুঞ্জন আরম্ভ হয়েছে। মায়ের কড়া নিষেধের কারণে লতা আর আগের মতো তরুর সাথে যেখানে সেখানে ছুটতে পারে না। সে ঋতুমতী হয়েছে বছরখানেক আগে। তখন থেকেই কড়াকড়ি চালু হয়েছে। মা শুধু বলে, লতা তুমি মেয়ে।
লতার শরীরে ফুটে উঠা স্ফীত অংশগুলো লতাকে বিব্রত করে। শরীরের পরিবর্তন যত জলদি এসেছে, মনের পরিবর্তন আসেনি তেমন দ্রুত লয়ে। লতার খুব রাগ হতো সে সময়।বুঝতে পারছিল না কেন মেয়ে শরীর নিয়ে এতো বিপত্তি চারপাশে। বাড়ির বাইরে যেতে গেলে মায়ের দেয়া একটা বড় ওড়না দিয়ে নিজেকে ঢাকতে হয় তার। হাঁটাচলায় আগের মতো স্বাচ্ছন্দ্য নেই। পরিচিত মানুষজন, ছেলেরা, এমনকি মেয়েরাও, কেমন অপরিচিত ব্যবহার করে লতার সাথে। (গল্প – তরুলতা)
তরুলতা গল্পটি এই বইয়ের প্রথম গল্প। এখানে মোট ১৬টি গল্প আছে। সবগুলো গল্পেরই প্রধান চরিত্র এক বা একাধিক মেয়ে/রা। এই বইয়ের একটি অন্তত গল্পও যদি পাঠকের মনে পাকাপোক্তভাবে স্থান করে নিতে পারে তাহলে তা হবে লেখক হিসেবে আমার প্রচেষ্টার সার্থকতা।