নিবেদন ॥ রোখসানা ইয়াসমিন মণি


নিবেদন

ঝুমুর দাস,আমাকে ভালোবাসতে এত দ্বিধা কেন তোর!
যদি জানতি,দেখলে তোকে এই প্রাণে জেগে ওঠে ভোর।
কতদিন আমাদের অভাব অভিযোগে কেটে গেছে
কতরাত যে মৃত্যুকীর্ণ আগুনে পুড়ে গেছে,
এই বঞ্চিত জনপদে কত হাহাকার নিয়ে আছি দাঁড়িয়ে,
কেউ আসেনি বাসেনি ভালো বলেনি কথা উৎসাহ নিয়ে,
আমাদের প্রাণের ভেতর কেনো বহু পুরনো ক্ষত!
কে তার জবাব দেবে?
কে আছে বল আমাদের চারপাশে উৎসব বিলাবে?
বহুবার,বহুবার কত মৃত্যু থেকে ফিরেছি প্রতীক্ষা নিয়ে,
ভেবেছি বেদনাস্তুপ থেকে তুলবে টেনে আনন্দ গিয়ে,
হয়নি কিছুই তার আজও বুকের ভেতর যন্ত্রণার ঘনঘোর,
তার মাঝে কিছুটা ভালো থাকি যখন মুখ দেখি তোর।