প্রকাশনা উৎসব ॥ পোশাকশিল্প নিয়ে বই ‘আলো আঁধারের হাতছানি’


ইউপিএল প্রকাশ করেছে সাহিদুর রহমানের গবেষণাগ্রন্থ ‘আলো আঁধারের হাতছানি: বিশ্বায়নের ঘোরপ্যাঁচে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প’।

গত ১৩ নভেম্বর (২০২১) শনিবার বিকেল সাড়ে ৪টায় বইটির প্রকাশনা উৎসব ফার্মগেটে ইউপিএলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশন বিভাগের প্রধান মাহিন সুলতান, সিপিডির রিসার্চ ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, আলোকচিত্রী, শ্রমিক ও নারী অধিকারকর্মী তাসলিমা আখতার, এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেডের নির্বাহী প্রধান দেবাশীষ কুমার সাহা এবং বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার।

এছাড়া উপস্থিত ছিলেন বইটির লেখক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাহিদুর রহমান।দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাহ্‌রুখ মহিউদ্দীন।

‘আলো আঁধারের হাতছানি’ বইয়ে বৈশ্বিক বাজার এবং উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমন্বয়ের প্রেক্ষাপটে বিশ্বায়নের সাম্প্রতিকতম আলোড়নের ফলাফল বিশ্লেষিত হয়েছে।