মতিন বৈরাগীর নির্বাচিত কবিতা প্রকাশিত


গত ১৬ নভেম্বর ঢাকার পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি মতিন বৈরাগীর ৭৬ তম জন্মোৎসব অনুষ্ঠিত হয়। এই আয়োজনে প্রকাশ করা হয় কবির ‘নির্বাচিত কবিতা’ গ্রন্থ। অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্যের সংগঠন কবিতাশ্রম। কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, ফুলেল শুভেচ্ছা প্রদান, কবিতা আবৃত্তি ও উত্তরীয় পরিয়ে কবিকে বরণসহ নানা আয়োজনে সাজানো ছিল জন্মজয়ন্তীর এই আয়োজন।

অনুষ্ঠানে কবি মতিন বৈরাগীর কবিতা ও তার জীবন নিয়ে আলোকপাত করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি মুহম্মদ নুরুল হুদা, কবি মোহন রায়হান গোলাম কিবরিয়া পিনু, লেখক মনি হায়দারসহ সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন কবি রেজাউদ্দিন স্ট্যালন, কবি শাহীন রেজা, কবি সোহাগ সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।এরপর কবি মতিন বৈরাগীর জন্মদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজ পারভেজের পাঠানো শুভেচ্ছাবাণী পড়ে শোনান রশিদ কামাল। কবিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কবিতাশ্রমের সম্পাদক মতিউর রহমান গাজ্জালি ও উত্তরীয় পরিয়ে দেন কবি মুহম্মদ নুরুল হুদা। জন্মদিন উপলক্ষে শুদ্ধস্বর প্রকাশিত কবি মতিন বৈরাগীর ‘নির্বাচিত কবিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিরা।