সর্বকনিষ্ঠ লেখিকার বই প্রকাশ কাশ্মীরে


বয়স ১১ বছর।সপ্তম শ্রেণির ছাত্রী।জম্মু-কাশ্মীরের লেখিকাদের মধ্যে সর্বকনিষ্ঠ।এ বয়সেই আদিবা রিয়াজ প্রকাশ করল ‘জ়িল অব পেন’ নামে বই।যা সে লিখেছে মাত্র ১১ দিনে।২৩ নভেম্বর ২০২১ ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ও আনন্দবাজার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, ২০১৯ সালে অনন্তনাগ জেলা প্রশাসন আয়োজিত একটি সৃজনশীল লেখালেখির প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিল আদিবা। তার পর থেকেই স্বপ্ন দেখা শুরু।এরই মধ্যে, ৩৭০ ধারা বিলোপের পরে কাশ্মীরে জারি হয় কারফিউ।করোনার জন্য লকডাউনও বেড়ে চলছিল।

আদিবা সংবাদমাধ্যমকে জানিয়েছে, সেই পর্বেই কলম আঁকড়ে ধরা। বইয়ের পুরোটা লেখা হয়েছে ১১ দিনে। ৯৬ পাতাজুড়ে ৩৫টি অধ্যায়ে সাজানো আদিবার টুকরো-টুকরো মনের কথা, ৯টি কবিতা এবং ১১টি অনুচ্ছেদ মিলে ‘জ়িল অব পেন’।

প্রচ্ছদ সাদা-কালো দিন-রাতের মতো বরাবর দু’ভাগ করা। তার মধ্যে কালো ঝরা পালক থেকে ছিন্ন হয়ে উড়ে যাচ্ছে সাদা পাখিরা।বই হাতে ধরে লেখিকা নিজে, কালো হিজাবের ভেতরে উদ্ভাসিত মুখ- এমন ছবি ছড়িয়ে রয়েছে নেট-দুনিয়ায়।বইও পাওয়া যাচ্ছে ইন্টারনেটে।

আদিবার ইচ্ছা, লেখালেখিতে আরও মন দিতে চায় সে। এমন লেখা লিখতে চায়, যার মধ্যে সবাই নিজেকে খুঁজে পেতে পারে।

বইটি প্রকাশ করতে পেরে আদিবা খুবই আনন্দিত। বইটি সম্পর্কে আদিবা জানায়, এ বইতে জীবন সম্পর্কে কিছু অভিজ্ঞতা ও কিছু কবিতা রয়েছে।