মরীচিকা ॥ সায়নী ব্যানার্জী


মরীচিকা

কালের বুকজুড়ে শুন্যের ঝড়,
দু-হাত বাড়িয়ে শুধু জীবনের ডাক,
পেটের টানে বাস্তব দেখা দিলে –
বেঁচে থাকা কালের জন্য থাক।

ভোরের জলছবি রাত ডুবে গেলে,
দূর থেকে ভেসে আসে সবজির হাঁক-
স্টেশনের ভিড় ঠেলে স্বপ্নের চোখ,
আলাপের পর্বটা আজ তোলা থাক।

বাড়ি ফিরে ফের সেই হিসেবের খাতা,
ভুলত্রুটি আপসোস গড়মিলে ভয়-
নীল শার্ট খোলা চুল মুখোমুখি হলে,
হিসেবের বাইরেও কত কিছু হয়।

বেঁধে বেঁধে পথ চলা সেও কি হিসাব?
প্রেম এসে দরজায় দিয়ে যায় ডাক-
একরাশ উদ্বেগে ঢেউ ওঠে স্রোতে,
তরণী বওয়া কালের জন্য থাক।

চেনা ছকে বেঁধে থাকা জীবনের স্ট্রিং
পিছুটানে মনে হয় ফাঁক থেকে গেছে,
ভরে যাওয়া ডাইরির পাতা খুলে দেখি-
মুঠো জুড়ে শুধু কিছু লেখা রয়ে গেছে।

বোঝার পরে বোঝানোর দায় বাকি আছে,
পাশ কেটে অভ্যাসে যা গেছে যাক-
শুন্যের কাছে আজ ক্ষমা চাওয়া বাকি
আজকের বাঁচা কালের জন্য থাক।

ঘুম ভেঙে একদিন একরাশ বালি,
বাঁচার জন্য সেই কাল আর নেই।
দাঁড়িয়ে থাকা সময়ও নিজে মরীচিকা
বুঝলাম হাত দিয়ে ছুঁয়ে দেখতেই।