‘মজিদ-হানিফ স্মৃতি পাঠাগার’ এর যাত্রা শুরু


প্রত্যন্ত অঞ্চলের সব শ্রেণি-পেশা-বয়সীদের পাঠতৃষ্ণা মেটাতে ও সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত হলো ‘মজিদ-হানিফ স্মৃতি পাঠাগার’।

শুক্রবার (৭ জানুয়ারি ২০২২) নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মুজিবনগরে এই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সমাজসেবক, শিক্ষানুরাগী নূরুল আনোয়ার বকুল, শিক্ষক জসিম উদ্দিন, শিক্ষক মিজান বিন মজিদ, অ্যাডভোকেট রফিক উল্লাহ, শামসুল আলম বাহার মেম্বার, দিদারুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরক্লার্ক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্লাহ বিকম। অনুষ্ঠানে বক্তারা বলেন, উৎসুক পাঠকের জ্ঞানস্পৃহা মেটানোর জন্য এই পাঠাগার ছিল সময়ের প্রয়োজন। প্রান্তিক অঞ্চলে অবহেলিত এলাকায় এমন মহতী উদ্যোগ নেওয়ার জন্য দুজন উদ্যোক্তার প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, মরহুম মোহাম্মদ আব্দুল মজিদ ও মরহুম মোহাম্মদ হানিফের স্মৃতিরক্ষায় এই পাঠাগার বিশেষ ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোক্তা বিদ্যানুরাগী ও সাহিত্যপ্রেমী শিক্ষক মিজান বিন মজিদ ও কবি-প্রাবন্ধিক-সংবাদকর্মী মোহাম্মদ নূরুল হক। মিজান বিন মজিদের বাবা আব্দুল মজিদ ও মোহাম্মদ নূরুল হকের বাবা মোহাম্মদ হানিফের স্মৃতিরক্ষা ও এলাকায় মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেই তারা এই পাঠাগার প্রতিষ্ঠা করেন।