আমাদের সমাজের চারপাশে লাঞ্ছনা ও খুনখারাবির যেসব ঘটনা ঘটে ও সংবাদমাধ্যমে যেগুলো প্রায়ই উঠে আসে, এবার সে রকম একটি খুনের ঘটনা নিয়ে উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। খুন ও আনন্দকুসুম নামের এই উপন্যাসটি এবার তিনি লিখেছেন রহস্যের উপাদান মিশিয়ে। বইটি প্রকাশ করছে প্রথমা প্রকাশন।
বিশ্বজিৎ চৌধুরী বলেন, খুন ও আনন্দকুসুম উপন্যাসের কেন্দ্রে রয়েছে একটি খুনের ঘটনা।এক পুরুষের হাতে লাঞ্ছিত হয় একটি মেয়ে। পরে সালিস, বিচার ও সামাজিক চাপের মাধ্যমে ওই লাঞ্ছনাকারী পুরুষের সঙ্গেই বিয়ে ঠিক করা হয় মেয়েটির।এ প্রেক্ষাপটে ভিন্ন এক প্রেক্ষিত থেকে ঘটে খুনের ঘটনা। আর এই খুনই পুরো উপন্যাসকে ধাবিত করে রহস্যের পথে।
তিনি বলেন, তবে রহস্য উপাদানের মিশেলে উপন্যাসটি লেখা হলেও এতে রয়েছে সমাজের প্রাত্যহিক ঘটনার প্রতিফলন।