প্রণতি, লতার প্রতি
তোমার কণ্ঠ আশ্রয় হয়ে আসে
আমার বেদনা আনন্দ উচ্ছ্বাসে
আমার বিরহে সংশয়ে সংকটে
বাহুডোরে বাঁধে দ্বিধাহীন অকপটে
তোমার সুরের গভীর আলিঙ্গনে
হতাশার ক্ষণে গ্লানিতে নিমজ্জনে
ডুবে যেতে যেতে ভেসে উঠি পুনরায়
সুর মূর্ছনা সিম্ফনি তুলে যায়…
প্রবল বিষাদে তুমুল বেদনাবোধে
গাঢ় অভিমানে ক্রন্দনে প্রতিরোধে
গরম কফির পেয়ালার সৌরভে
জানি প্রত্যেহ তোমার ভজন হবে।
চশমার কাচে অশ্রুতে ভেজা ফ্রেমে
যাপিত জীবনে আমার সকল প্রেমে
তুমি ছিলে, তুমি রইবে যে চিরদিন
বইছি, বইবো তোমার সুরের ঋণ।
কোটি মানুষের হৃদয়ে তোমার ঘর
তোমার কণ্ঠে বাস করে ঈশ্বর
স্বর্গেও বাজে নিত্য তোমার গান
মুগ্ধ প্রকৃতি মুগ্ধ যে ভগবান…
অশ্রু-সাগরে ভেজা কোটি অন্তর
সুরের ভুবনে দেবী তুমি, ঈশ্বর…
কী করে সইবো তোমার মৃত্যুশোক?
অমৃতলোকে যাত্রাটা শুভ হোক।
৭ ফেব্রুয়ারি ২০২২
[অলঙ্করণ ও কবিতা ফেসবুক থেকে সংগৃহীত ]