প্রতীক্ষা ॥ তুষার আচার্য্য


প্রতীক্ষা

সারা শরীরজুড়ে প্রতীক্ষা,
তোমার আগমনের অপেক্ষায়।
প্রতীক্ষায় আছে সজ্জা, শিয়রে তুমি ভাবনায়।
আছে তোমার প্রতীক্ষা অন্তরে,
আছে অনন্ত অপেক্ষা দিগন্তের সীমানায়।

হৃদয়ে বাজে সুখের অসুখ
চুমি তোমার ললাট চিবুক।
ঘুঁচে যাক শীতল বিরহ দুখ।
প্রতীক্ষিত মিলন কিনারায়।

গর্জে উঠুক সমুদ্র, কেঁপে উঠুক আকাশ,
চমকে জেগে উঠুক সকল চারপাশ।
হিমেল পরশে জলীয় স্থাপত্যে ভিজে উঠুক গাত্রবাস।
প্রতীক্ষার মোহনায় লোনা জলে সিক্ত হোক আমাদের সহজ বাস।