ছুটি ॥ জয়িতা চট্টোপাধ্যায়


ছুটি 

শুকিয়ে যাওয়া ফুলের সাথে মহাকালীন যাত্রা
ডাকের সাজ রইলো পড়ে নতুন কোন মাত্রা
নৈবিদ্যের ডালাও জানে মৃত্যুর দিন আজ
সা এর সাথে সা মিলিয়ে,
মিশছে যেন মাটির কারুকাজ,
আড়াল হলো পা এর থেকে পা
কেড়ে নেওয়া কঠিন বড়ো সুরের গালিচা
তার কণ্ঠ আলোয় পথ হেঁটেছি অবাক বহুদূর
বৈদিক মন্ত্র নিয়ম মানে, মুগ্ধতার মাঝে সুর
থামলো শরীর যেটুকু ক্লান্ত ছিল,
মহাশূন্যের নিয়ম তাকে যেমন করে নিল
নিরঞ্জনের বেলায় আজ থেমেছে এস্রাজ
আজ দেবী প্রস্তুত দেখো,
আলগা হল মুকুটমণির সাজ,
বাতাস হয়ে থাকলো গানের মায়া
দাঁড়িয়ে দুধারে বিসর্জনের কায়া
পূজোর শেষে চলছে যেমন নদী
সুরেলা সভ্যতার মাঝে থমকে থাকেন যদি
শরীরজুড়ে আঁকা হয়ে যায় গানের কারুকাজ
অনেক অর্ঘ্য দিয়েছ তুমি, তোমার মুক্তির দিন আজ।

আরও পড়ুন: প্রণতি, লতার প্রতি ॥ লুৎফর রহমান রিটন