কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশের লোগোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। লোগোতে রয়েছে বঙ্গবন্ধুর মুখচ্ছবি। এর নিচে লেখা ‘সৃজনে মননে মানবিক দেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ’।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ২০২২) বিকেলে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই লোগোর উন্মোচন করা হয়। এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বইমেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। বইমেলা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। শেষ হবে ১৩ মার্চ।
এবারের এই বইমেলা উৎসর্গ হচ্ছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি ঘিরে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গঠিত জাতীয় উদযাপন কমিটির মুখ্য সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।
অতিথি ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসান, আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়সহ অন্য অতিথিরা।