অমর একুশে বইমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে কবি ও প্রাবন্ধিক মীর রবির শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘এখানে ভূতের ভয় নেই’। ঝুমঝুমি প্রকাশন থেকে গল্পের বইটি প্রকাশিত হয়।
বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আল নোমান।দাম ১৫০ টাকা। বইটি পাওয়া যাবে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ঝুমঝুমি প্রকাশনার ২ নম্বর স্টলে।
বইটি সম্পর্কে মীর রবি বলেন, ‘বইটির নাম দেখে মনে হবে এটি ভূতের গল্পের বই। এখানে ভূতের গল্প আছে ঠিক, কিন্তু তা শিশু-কিশোরদের ভূতের ভয় দেখানোর জন্য নয়। মূলত ভূত মানুষের ভ্রান্ত ধারণা, মনের ভয়, দুঃস্বপ্ন এসব জানানোর জন্যই গল্প বলা।’
তিনি আরও বলেন, ‘শুধু ভূত নিয়ে গল্প নয়, বইয়ে নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসও জানাবার চেষ্টা করেছি। সাহসী কিশোরদের যুদ্ধ জয়ের গল্পও স্থান পেয়েছে। শিশু-কিশোরদের সঙ্গে বড়রাও গল্পগ্রন্থটি পছন্দ করবে।’