নতুন গল্পগ্রন্থ ॥ পাখিরোষ


অমর একুশে বইমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে আশরাফ জুয়েলের গল্পের বই ‘পাখিরোষ’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। প্রচ্ছদ করেছেন তাইফ আদনান। দাম ১৮০ টাকা।

জীবনের আড়ালে থাকা অভিজ্ঞতা হলো গল্প। ‘পাখিরোষ’ সেই না বলা কথার মুখপাত্র। একটা লেখাকে পাঠ্য করে তুলতে না পারলে পাঠক কেন সেটাকে পথ্য হিসেবে গ্রহণ করবেন? কাজটা কী সহজ? মোটেও না। আশরাফ জুয়েলের অর্জিত অভিজ্ঞতাকে বিশ্বাসযোগ্যতায় রূপান্তরের প্রচেষ্টা ‘পাখিরোষ’–এর গল্পগুলো।

‘ছায়াসন্দেহ’ গল্পে বাস্তবতা আমাদের যাপনের লোকমা হিসেবে আমাদের খাদ্যনালিতে আটকে যাওয়া দলা হয়ে পীড়া দেয়। ‘সুখনিদ্রা পরিত্যাজে, জাগো মৃগরাজে’ আমরা খুঁজে পাব বাংলা সাহিত্যের এমন বিরলপ্রজ এক লেখকের একাকীত্বের বয়ান, যা পাঠককে ঠেলে দেবে নিসম অন্ধকারে। ‘বিজ্ঞাপিত সুখ’, ‘পাখিরোষ’, ‘হত্যাখামার’ গল্পগুলো আপনার ভাবনা–স্তরে এক অনায্য অনুরণন তৈরি করবেই।